এস আই জামসেদ, বিশেষ প্রতিনিধি :
মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার সভাপতিত্বে আজ সোমবার সকালে মেহেরপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ প্রমূখ। এর আগে মহান মে দিবস উপলক্ষে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী বের করা হয়।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে র্যালিটি মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, বামুন্দি শাখার সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক ইন্তাজ,
গাংনী শাখার সভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ, মুজিবনগর শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আনসার আলী, দরবেশপুর শাখার সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আজম সহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।