মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জমান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান, আব্দুল লতিফ, সিরাজ উদ্দিন, আব্দুল মান্নান, সোহরাব উদ্দিন, সেকেন্দার আলী, জাহাঙ্গীর হোসেন,জনি আলম প্রমূখ উপস্থিত ছিলেন।