মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মশাল প্রজ্জ্বলন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লিউজা-উল জান্নাহ জাতীয় পতাকা উত্তোলন এবং মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি সুসজ্জিত গার্ল গাইডস ও হলদে পাখির দল গার্ড অব অনার প্রদান করেন। প্রধান অতিথি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেখানে ক্রীড়াবিদদের শপথ বাক্য পাঠ করানো হয়।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিনিয়র শিক্ষক কাজী আনিসুজ্জামান, আব্দুল লতিফ, সোহরাব উদ্দিন, সেকেন্দার আলী, জাহাঙ্গীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।