রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সংগীত প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে দশদিন ব্যাপী সাহিত্য- সংস্কৃতি ও শিক্ষা মেলার ৬ষ্ট দিনে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে মাইক্রোবায়োলজি বিভাগের প্রদর্শনী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

পরে সংগীত বিভাগের উদ্দ্যোগে সংগীত প্রতিযোগিতা বাছাই পর্বে ইয়েস কার্ড প্রদান করা হয়।

রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ এ জে এম মুছাদ্দেক রেজা রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কণিকা দত্ত, এমবিবিএস নগর মাতৃসদন কুষ্টিয়া পৌরসভা, কুষ্টিয়া
সভাপতি ছিলেন ড. সুজয় কুমার ভাজন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাইক্রোবায়োলজি বিভাগ, রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আরো উপস্থিত ছিলেন আ.ন.ম রেজাউল করিম, একাডেমিক উপদেষ্টা,রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান এবং প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড.মোহাম্মদ আলী, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা মেলার আহ্বায়ক শহীদুর রহমান, (ডিন) মানবিক ও সামাজিক অনুষদ,রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্য মোঃ জুলফিকার আলী ও মোঃ মনিরুজ্জামান, বাংলা বিভাগের প্রধান ও প্রক্টর হাসিবুর রশিদ তামিম, আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী।

মেডিকেল ক্যাম্পেইন এ নিম্নলিখিত সেবা সমূহ প্রদান করা হয়েছে ব্লাড সুগার, বি.এম.আই, ব্লাড প্রেশার,ব্লাড গ্রুপিং এবং ল্যাব প্রদর্শনীতে ছিল মাইক্রোস্কোপ, অটোক্লেভ মেশিন
ভর্টেক্স মেশিন, মাইক্রোপিপেট, পি এইচ মিটার, ওয়েট ব্যালেন্স মেশিন, হিট স্টায়ারার মেশিন, গ্লাস ওয়্যার ( কনিক্যাল ফ্লাস্ক, বিকার, মেজারিং সিলিন্ডার, টেস্টটিউব, ফ্যালকন টিউব, পেট্রিডিস।

অনুষ্ঠানে জণগণের বিপুল সমারোহ দেখা গিয়েছে।

রিলেটেড পোস্ট

Leave a Comment