কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ায় শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্দ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জিপি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এ.এফ.এম আমিনুল হক রতন। আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সদস্য জমির উদ্দীন, ওয়ার্ড সদস্য কাউসার আলী মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র’র প্রতিষ্ঠাতা ও পরিচালক ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ এ.এফ.এম আমিনুল হক রতন বলেন, আমাদের আজকের মেডিকেল ক্যাম্পে দেড়শ জনকে ব্লাড গ্রুপ নির্ণয়, একশো জনকে ব্লাড সুগার নির্ণয় ও আড়াইশ জন বিভিন্ন ধরনের রোগীর চিকিৎসা ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করাসহ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
কুষ্টিয়ায় শেখ হাসিনা ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র’র ফ্রি মেডিকেল ক্যাম্প
