মেহেরপুরে উদ্যোক্তাদের তৈরি নকশি কাঁথা ও বুটিক শপের উদ্বোধন

মেহেরপুরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন।জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মু হাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী মেহেরপুর পৌরসভার কাউন্সিলর রোকসানা কামাল রুনুসহ নারী উদ্যোক্তা ও জাতীয় মহিলা সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের তৈরি নকশি কাঁথা, বুটিক শপ ও হাতের কাজ সম্বলিত ছেলে ও মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক এই বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে।

রিলেটেড পোস্ট

Leave a Comment