নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে দামুড়হুদা উপজেলার বনানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত পলাশ দামুড়হুদা উপজেলা সদরের দশমী পাড়ার ইসলাম উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলা সদরের বনানীপাড়ার আশাদুল হকের বাড়িতে নির্মাণ কাজ করছিলেন পলাশ। বিকেলে পার্শ্ববর্তী আনোয়ার হোসেনের বাড়ির ২য় তলায় একটি রড কাটার জন্য যান পলাশ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।