বিশেষ প্রতিনিধিঃ “আন্তর্জাতিক নারী দিবস” উদযাপন উপলক্ষে আজ বুধবার (০৮ মার্চ) চুয়াডাঙ্গা লেডিস ক্লাব কর্তৃক আয়োজিত। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, চুয়াডাঙ্গা লেডিস ক্লাবের সভাপতি মেহেনাজ খান বাঁধন। এ সময় লেডিস ক্লাবের সদস্যবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে এগারো(১১) জন নারীর হাতে লেডিস ক্লাবের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান করা হয়।
চুয়াডাঙ্গায় নারী দিবস উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
