নিজস্ব প্রতিবেদক :
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে দূরপাল্লাগামী যাত্রী পরিবহনে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে আজ মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টায় সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন শহীদ হাসান চত্বরে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দূরপাল্লাগামী যাত্রী পরিবহনে সচেতনতামূলক প্রচারণায় যাত্রাপথে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা 999-এ কল করা এবং সড়কের শৃঙ্খলা বজায় রেখে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। জেলা পুলিশের উদ্যোগে দূরপাল্লাগ্রামী গণপরিবহনে সংশ্লিষ্ট গাড়ির নম্বর সম্বলিত সচেতনতামূলক ৯৯৯ স্টিকার লাগানো হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।আরোও উপস্থিত ছিলেন আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), আলমগীর কবীর, ডিআইও-(১) জেলা বিশেষ শাখা, সফিকুর রহমান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা থানা, ওলিউজ্জামান, টিআই (প্রশাসন), চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গা জেলা বাস মালিক ও পরিবহন সমিতির নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।