“মা”
সোহান রহমান,,
দশ মাস দশ দিন গর্ভে ধরল মা
মোরা কভু তাহারে ভুলিবো না। নিজের বুকের দুদ্ধ দিয়া কারাইলো মোর তৃষ্ণা নিবারণ তাহার উপদেশ মোরা করিব স্মরণ। তাহার যদি হয় আজ মরন
পাল্টে যাবে মোর জীবন।
পাব না আর মায়ের ভালোবাসা
চারি দিকে মনে হবে শুধু ধোঁয়াসা।
মায়ের মনে কভু দিলে কষ্ট
পবিত্র ঈমান হইবে নষ্ট।
মাকে যাদি বাসো ভালো
ইহকাল পরকাল হইবে আলো।