এসএম জামাল :
কুষ্টিয়ার বিশ্বস্ত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মৌবনের সিইও হাবিবুল আলম ও নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুৃ জনীর নিজস্ব অর্থায়নে প্রতিদিন শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করছেন। শহরের বিভিন্ন পয়েন্ট, শহরতলী এমনকি গ্রামের মধ্যেও মাসব্যাপী চলছে এই ইফতার সামগ্রি বিতরণ। মৌবনের মহতি এ উদ্যোগ নারী বাতায়ন পরিচালিত সংগঠনের সদস্যদের নিয়ে প্রতিদিন বিকেল থেকে ইফতারের আগ-মুহুর্তে মানুষের হাতে হাতে ইফতার প্যাকেট ও মৌবনের স্পেশাল শরবত পৌঁছে দিচ্ছে। প্রতিবছরই মৌবন শহরের বিভিন্ন মসজিদ এবং শতাধিক রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করে থাকে। এবারেও তার বত্যয় ঘটেনি। গতকাল ইবি থানার হরিনারায়ণ পুর ইউনিয়নের কির্তীনগরসহ আশেপাশের এলাকার শতাধিক মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রি তুলে দেন মৌবনের জিএম মোশাররাফুল হক বকুল। এসময় মৌবনের নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনী, ম্যানেজার আশিকুজ্জামান রনি, এক্সিকিউটিভ অফিসার মীর তনিমা, কনক আহমেদ সহ নারী বাতায়নের সদস্যরা উপস্থিত ছিলেন। মৌবনের জিএম মোশাররাফুল হক বকুল জানান, আমাদের মৌবনের দুই কর্ণধার হাবিবুল আলম ও সাফিনা আঞ্জুম জনী ব্যবসায়ের পাশাপাশি সামাজিক এবং মানবিক কর্মকান্ড পরিচালনা করে থাকে।এই রমজান মাসে প্রতিদিন শতাধিক রোজাদারদের হাতে ইফতার সামগ্রি তুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, আমরা (মৌবন কতৃপক্ষ) সব সময় মানুষের পাশে আছি। সামাজিক বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি আল্লাহ কে রাজি খুশী করার জন্য প্রতি বছর এই রমজান মাসে এমন মহতি কাজ চলমান রয়েছে।