স্টাফ রিপোর্টার:
দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে
প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগিদের মাঝে অর্থিক সহয়তা হিসেবে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৮ এপ্রিল চেক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় কর্মকর্তা বৃন্দ ও ভুক্তভোগী জনগণ।