চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরের সেনেরহুদা গ্রামে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্র্যাকের নারী এনজিও কর্মী নাজমা খাতুন (৩২) নিহত হয়েছেন।
বুধবার ৩ মে দুপুর ১ টার দিকে সেনেরহুদা গ্রামের বসতিপাড়ার বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমা খাতুন জীবননগরের আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের এনজিওকর্মী। তার বাড়ি যশোর জেলায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী মোটরসাইকেল চালক অনাদি চরণ (৩৫)। তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১ টার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখার ব্র্যাক অফিসের এক নারী ও এক পুরুষ এনজিওকর্মী অফিসের কাজে মোটরসাইকেলে সেনেরহুদা গ্রামে যাচ্ছিলেন। তারা সেনেরহুদা গ্রামের বসতিপাড়ার বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আশা মাটি ভর্তি একটি ট্রাক্টর তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী নাজমা খাতুন মোটরসাইকেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এবং চালক অনাদি চরণ গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়।