কুষ্টিয়া:
সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যুবরনকারী দুই সহোদর রফিক ও সোহেলের পুত্র ও কন্যার দায়িত্ব নিলেন, বিশিষ্ট সমাজসেবক ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডাঃ ইফতেখার মাহমুদ। দুই-ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে অধ্যাপক ডাঃ ইফতেখার ছুটে যান তাদের বাড়ীতে ও জানাজায় অংশগ্রহণ করেন। বুধবার রাতে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেজো ছেলে রকিব (৪০) ও ছোট ছেলে সোহেল রানা (৩৬) আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা দু’জনে ট্রাকের চালক ও সহকারী ছিলেন। এদিকে একসঙ্গে দুই ভাইকে হারিয়ে তাদের বড় ভাই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন। তাকে শান্ত্বনা দিতে এলাকার অনেকেই ছুটে আসেন। স্থানীয়রা জানান, চাপাইনবাবগঞ্জ থেকে পাথর বোঝাইকৃত একটু ট্রাক কুষ্টিয়া আসছিলো। পথিমধ্যে রাজশাহীর গোদাগাড়ী এলাকায় ট্রাক বিকল হয়ে গেলে তারা ট্রাকটি সাইডে এনে দুই ভাই ট্রাক থেকে নেমে পড়ে। এসময় পিছন দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক তাদের ধাক্কা দিলে ট্রাক চালক রকিব ঘটনাস্থলেই মারা যায়। এবং সোহেল কে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু। অনেক কষ্ট করে বেড়ে ওঠা তারা দুই ভাই মোটর শ্রমিকের কাজ করতেন। এদিকে তাদের দুই ভাইয়ের লাশ বিকেলে রাজশাহী থেকে এলাকায় আসলে এক হ্রদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বাদ মাগরিব বলিদাপাড়া ঈদগাহে তাদের নামাজে জানাযা শেষে গোরস্থানে দাফন সম্পন্ন হয়।