মেহেরপুরের গাংনীতে ১৭২ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (২৭) নামের এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা। আটককৃত মাসুদ গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের চুড়িওয়ালা পাড়ার মৃত আইয়ূব আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
গাংনী র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি গােলাম ফারুক জানান,আটককৃতকে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।