যুবক সহ পিতা-মাতার বিরুদ্ধে হিজড়ার টাকা আত্মসাতের অভিযোগ

যুবক সহ পিতা-মাতার বিরুদ্ধে হিজড়ার টাকা আত্মসাতের অভিযোগ

হিজড়া নদী খাতুনকে প্রেমের ফাঁদে ফেলে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাব্বি নামের এক যুবক সহ তার পিতা- মাতার বিরুদ্ধে ।

সোমবার দুপুরের দিকে নদী খাতুন মেহেরপুর সদর উপজেলার শোলমারি গ্রামের জিনারুল ইসলামের ছেলে রাব্বি, রাব্বির পিতা জিনারুল ইসলাম এবং মাতা রেক্সোনা খাতনের বিরুদ্ধে সাড়ে ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন সদর থানায়। নদী খাতুন মেহেরপুর সদর উপজেলা কুলবাড়িয়া গ্রামের মুকুল হোসেনের মেয়ে।

নদী খাতুনের লিখিত অভিযোগে জানা গেছে, শোলমারি গ্রামের রাব্বি প্রায় তিন বছর যাবত নদী খাতনের সঙ্গে প্রেমের সম্পর্ক করে আসছে। রাব্বি ও নদী খাতুনের ৩ বছরে বিভিন্ন সময়ে ৩ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। এদিকে হঠাৎ করে রাব্বি প্রায় ১৫ দিন যাবত নদী খাতুনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। গত ৪ ফেব্রুয়ারি নদী খাতুন যোগাযোগ বন্ধ করার বিষয়টি জানতে রাব্বিদের বাড়ি গেলে গল্পের ছলে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয়। পরে তার উপরে নির্যাতন চালানো হয়।

পরদিন অসুস্থ অবস্থায় নদী খাতুনকে ইজিবাইকে করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে তারা পালিয়ে যায়। পরে বিয়ের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার পর রাব্বি সহ তার পিতা মাতার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় অভিযোগ দাখিল করেন। মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) শেখ মইনুল ইসলাম, হিজড়া নদী খাতুনের লিখিত আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন|

রিলেটেড পোস্ট

Leave a Comment