আগামীকাল জাতীয় হিন্দু সম্মেলন

আগামীকাল জাতীয় হিন্দু সম্মেলন

 

প্রেস বিজ্ঞপ্তিঃ   ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক-সামাজিক প্রতিরোধ গড়ে তোল’ স্লোগানে জাতীয় হিন্দু সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
আগামীকাল ৪ ফেব্রুয়ারি রাজধানীর মহানগর নাট্যমঞ্চ-গুলিস্তানে এ সম্মেলন হবে। সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা পার্টি-বিজেপির সহসভাপতি দিলীপ ঘোষ। প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

বিশেষ অতিথি থাকবেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিধান বিহারী গোস্বামী। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সম্মেলন সফল করতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেবেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment