মুজিবনগর প্রতিনিধঃ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু র আনন্দ শোভাযাত্রা।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ হতে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রদর্শন করেছে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপির তিন বারের চেয়ারম্যান মোঃ আমাম হোসেন মিলু বিশ্বাস কে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু বিশ্বাসের নেতৃত্বে কোমরপুর বাজার থেকে শতশত মটরসাইকেল নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের প্রতিটি গ্রাম প্রদক্ষিণ করে স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননে স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি ।
অন্যদিকে মোনাখালী ইউনিয়নের শিবপুর গ্রাম থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে ছয় নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজদুল গাজী ও হায়দার গাজীর নেতৃত্বে আরেকটি শোভাযাত্রা মূল শোভাযাত্রার সাথে মিলিত হয়।
এসময় মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু বিশ্বাস বলেন, যোগ্য ব্যক্তিকে মনোনয়ন না দেওয়ায় নৌকার ভরাডুবি হয়। তাই আমার নেত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বুঝতে পেরে আমাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আমার নেত্রীর দূরদর্শিতা এতই প্রখট তাই সারা বাংলাদেশের নেতাকর্মী কে ভালোবাসে এবং স্নেহ করে সকলকে সাধারণ ক্ষমা করেছেন। আগামীতে কারোর মধ্যে ভেদাভেদ না রেখে আমরা সকল নৌকার কান্ডারীকে একসাথে নিয়ে নৌকার পক্ষে কাজ করবো। তিনি আরো বলেন আমাদের অভিভাবক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মতো নেতা পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার তাই আগামীতে ২৪ সালের নির্বাচনে ফরহাদুল

হোসেনের হাতকে শক্তিশালী করে নৌকাকে জয় যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় এনে স্মার্ট বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।
উল্লেখ্য,গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রদর্শন করে আমাম হোসেন মিলু বিশ্বাস কে চিঠি দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ।
এসময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মিনারুল ইসলাম, হায়দার আলী, মুনসুর আলী, বাশার বিশ্বাস, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, সপন আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঠু, হাইদার গাজী সাজেদুল গাজী। উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন সহ আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।