স্টাফ রিপোর্টারঃ
আগামী ১৭ ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।দিবসটি যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপনে প্রস্তুতিমূলক সভা করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ।মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মুুজিবনগর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।মুুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রস্তুতি সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসাবে ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এবং মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,,বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান মধু, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু,উপজেলা যুব মহিলা লীগ সভাপতি তকলিমা খাতুন, সম্পাদক তহমিনা খাতুন , উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজীব, যুবলীগ নেতা হাসানুজ্জামান লাল্টুসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।