কুষ্টিয়া প্রতিনিধিঃ জাতীয় বীর কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতার ২৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতায় অংশ নেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শত শত ছাত্র /ছাত্রীরা মুক্তিযুদ্ধের কিংবদন্তি সংগঠক জাতীয় বীর কাজী আরেফ আহমেদ এর প্রতিকৃতি,ভাষা শহীদদের ছবি ও গ্রাম বাংলার দৃশ্য অঙ্কন করেন।
রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব কারশেদ আলমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা সভাপতি বীরমুক্তিযুদ্ধা নজরুল ইসলাম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ডিন ডঃ শহিদুর রহমান, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক অজয় মৈত্র, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব খলিলুর রহমান মজু, চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট শরীফ বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন এর কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক এস এম রুশদী, চারুশিল্প এস কে সাদী, কাজী আরেফ আহমেদ স্মৃতি সংসদ এর সাধারণ সম্পাদক সুমন আলী, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান,রকিবুল হাসান ফরহাদ,ও কেয়া আলম।