কুলবাড়িয়ায় ভৈরব নদের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

কুলবাড়িয়ায় ভৈরব নদের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন

ভৈরব নদী পুনঃখনন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়ায় ভৈরব নদের পাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালের দিকে নাম ফলক উন্মোচন করে ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াকওয়ে নির্মাণ কাজ এর উদ্বোধন করেন।এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে ওয়াকওয়ে নির্মাণ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান,কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment