কুষ্টিয়ার এনডিডি স্কুল পরিদর্শনে সন্তোষ প্রকাশ করলেন সমাজসেবা অধিদপ্তরের ডিজি

এস এম জামালঃ  কুষ্টিয়া শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদ পরিচালিত নিউরো ডেভেলপমেন্টাল ডিসএ্যাবিলিটিজ (এনডিডি) প্রোটেকশন অফ সোস্যাল ওয়েলফেয়ার স্কুল পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।

রবিবার দুপুরে শহরের আমলাপাড়াস্থ এ স্কুল পরিদর্শন করেন।

স্কুল পরিদর্শনের সময় সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে ফুলেল শুভেচ্ছা জানান নিউরো ডেভেলপমেন্টাল ডিসএ্যাবিলিটিজ (এনডিডি) প্রোটেকশন অফ সোস্যাল ওয়েলফেয়ার স্কুলের শিক্ষার্থীরা।

পরে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএ্যাবিলিটিজ (এনডিডি) প্রোটেকশন অফ সোস্যাল ওয়েলফেয়ার স্কুলের ক্লাসসমূহ পরিদর্শন করেন এবং শিশুদের মেধা মননশীল ও বিকশিতদের সাথে হেসে খেলে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অটিজম রিসোর্স সেন্টার স্থাপন করা হয়েছে, যা সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র চালু করে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তি এবং অন্যান্য এনডিডি শিশু ও ব্যক্তিগণের জীবনমান আরো উন্নত করা সম্ভব হবে।

তিনি বলেন, অটিজম ও এনডিডি শিশু ও ব্যক্তিদের জীবনব্যাপী সেবার প্রয়োজন হয়। মাত্রাভেদে অনেকেই অন্যের সাহায্য ছাড়া জীবন অতিবাহিত করতে পারেন না বিধায় সরকারি ও বেসরকারি পর্যায়ে যথাযথ পুনর্বাসন ব্যবস্থা নেওয়া আবশ্যক।

পরিদর্শন শেষে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সমন্বয় পরিষদসহ কার্যক্রমের সাথে সম্পৃক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।

শেষে আমেরিকা প্রবাসী এক ব্যক্তির অনুদানের অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের জন্য যাতায়াতের সু-ব্যবস্থার জন্য ক্রয়কৃত একটি ইজিবাইকের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এ সময় সমাজসেবা অধিদপ্তর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আবদুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল কাদের, শহর সমাজসেবা কার্যালয় সমন্বয় পরিষদের সভাপতি জি.এম. গোলাম মোস্তফা, শহর সমাজসেবা অফিসার মো: জহিরুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসানা বেগমসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment