কোমরপুরের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কোমরপুরের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে কোমরপুর কবরস্থানের পাশে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মর দেহে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় মুজিবনগর পুলিশের একটি চৌকসদ দল গার্ড অনার প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। পরে সেখানে জানাজা শেষে দাফন করা হয়। মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বীর মুক্তিযোদ্ধা (ক্যাপ্টেন অবঃ) আব্দুল মালেক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment