নিজস্ব প্রতিবেদক :
দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বৃষ্ণপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে রাবেয়া খাতুন (১১) বৃহস্পতিবার ( ৪ মে ) দুপুরের দিকে বাড়ির ছাদে খেলার সময় ছাদের পাশেই থাকা বৈদ্যুতিক মেইন তারের সাথে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক জখম হয়। এতে শিশুটির পেটের অনেকখানি অংশ পু’ড়ে যায়। গুরুতর আহত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসক শেষে রাজশাহী রেফার্ড করেন।