মুজিবনগরে ফেনসিডিলসহ কৃষি ব্যাংক কর্মকর্তা আটক

স্টাফ রিপোর্টার ঃ মুজিবনগরে ৩ বোতল ফেনসিডিলসহ কাজি মোস্তফা মনোয়ার (৩৭) নামের কৃষি ব্যাংকের কর্মকর্তাকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। মুজিবনগর উপজেলার দায়িরাপুর গ্রামের দয়েরধার নামক মাঠের আম বাগান থেকে ৩ বোতল ফেনসিডিল সহ রোববার দুপুরে তাকে আটক করা হয়।

আটক মোস্তফা মনোয়ার বাংলাদেশ কৃষি ব্যাংক মুজিবনগর উপজেলার দারিয়াপুর শাখার কর্মকর্তা। এবং রাজশাহীর পুঠিয়ার চারআনি বাজার এলাকার মতুর্জা রেজা (কাজল) এর ছেলে।

মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা ইনচার্য ওসি মেহেদি রাসেল এর নির্দেশে এসআই সজিবুর রহমান,এস আই বিপ্লব, এস আই সাহেব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দারিয়ারপুর গ্রামের দয়েরধার মাঠে জনৈক মৃত উমর ফারুক এর আমবাগানের নিকট দারিয়াপুর থেকে শালিকাগামী পাঁকা রাস্তার উপর থেকে মোস্তফা মনোয়ারকে আটক এসময় তার কাছ থেকে ৩ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, আটক মোস্তফা মনোয়ারের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিলেটেড পোস্ট

Leave a Comment