মেহেরপুর ডিসির গাংনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়

মেহেরপুর ডিসির গাংনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মতবিনিময়

মেহেরপুরের গাংনীতে মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ, সন্ত্রাস,ইভটিজিং, কিশােরগ্যাং প্রতিরােধ ও স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সােমবার সকালের দিকে গাংনী উপজেলা শহরের সন্ধানী স্কুল এন্ড কলেজ, গাংনী পাইলট মাধ্যমিক উচ্চ বালিকা বিদ্যালয় ও জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও স্ব-স্ব বিদ্যালয়ের যৌথ আয়ােজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনটি বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক (ডিসি) ড.মুনসুর আলম খান।

গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ আয়ােজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ও কলেজ শাখার অধ্যক্ষ হাবিবুর রহমান।

গাংনী পাইলট মাধ্যমিক উচ্চ বালিকা বিদ্যালয় আয়ােজিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।
জােড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় আয়ােজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হাসান-আল-নুরানী।

সভায় সঞ্চালনা করেন,বিদ্যালয়ের সহকারি শিক্ষিক হুমায়ুন কবির সুমন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন খালিদ হাসান ও আরাফাত ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদিম হােসেন শামীম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ইয়াসমিন,নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হােসেন,গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার প্রমুখ।

রিলেটেড পোস্ট

Leave a Comment