নিজস্ব প্রতিনিধি :
চুয়াডাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ০৬ এপ্রিল) ” স্মার্ট বাংলাদেশ,স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৩ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গার আয়োজনে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু তারেক,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা, নঈম হাসান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা,চুয়াডাঙ্গা, রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চুয়াডাঙ্গা।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।