বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে ১,৬৬,৫৫,৪৯২/-(এক কোটি ছেষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার চারশত বিরানব্বই) টাকা মূল্যের ২ কেজি ৯৯৫ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ শ্রী পাচু সরকার (৫২) নামের একজন পাচারকারীকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত শ্রী পাচু সরকার সাতক্ষীরা জেলার বলদঘাটা গ্রামের মৃত শ্রী দূর্গা চরণ সরকারের ছেলে।
বিজিবি জানায়, রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বৈকারী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি এর দিকনির্দেশনায় হাবিলদার সৈয়দ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭/৩৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা এলাকায় অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পরে বিজিবি’র আভিযানিক দল একজন ব্যক্তিকে ভারতীয় সীমান্তের দিকে যাইতে দেখে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে থামায়। পরবর্তীতে উক্ত ব্যক্তির দেহ তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো ০৪টি বান্ডিল আকারে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২ কেজি ৯৯৫ গ্রামএবং বর্তমান বাজারমূল্য ১,৬৬,৫৫,৪৯২/-(এক কোটি ছেষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার চারশত বিরানব্বই) টাকা।উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণ পাচারকারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।