সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য’র সেজো ফুপু’র দাফন সম্পন্ন

সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য’র সেজো ফুপু’র দাফন সম্পন্ন

মেহেরপুরের প্রথম পোস্ট মাষ্টার মতিয়ার রহমানের সেজো মেয়ে, মেহেরপুরের সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য’র সেজো ফুপু মুসফেকা রহমান (ছোট কচি)’র দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে মরহুমার জানাজা শেষে শেখপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়।মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসদ অরুন, সিনিয়র সাংবাদিক তুহিন আরণ্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশ গ্রহণ করেন। বুধবার দুপুরের দিকে তিনি ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মুসফেকা রহমান (ছোট কচি) আন্তর্জাতিক নারী সংগঠন ইনার হুইল উইমেনস্ ক্লাবের সহ-সভাপতি ছিলেন।

রিলেটেড পোস্ট

Leave a Comment