বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মেহেরপুর জেলার উদ্যোগে জেলা পর্যায় ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন উপকমিটির সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায় ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। এ লক্ষ্যে মেহেরপুর জেলা শিক্ষা অফিস মিলনায়তনে জেলা পর্যায়ের জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, ক্রীড়া শিক্ষক আব্দুল কুদ্দুস, গোলাম জাকারিয়া প্রমূখ।