গাংনীর মহিষাখােলা স:প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ইন্তেকাল

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের মহিষাখােলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান রফিকুল ইসলাম ব্রেইন স্ট্রোকে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। ২ পুত্র সন্তানের জনক রফিকুল মহিষাখােলা গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। রবিবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান। বছরখানেক পূর্বে রফিকুলের ব্রেইন অপারেশন করা হয়েছিল।

পারিবারিক সূত্র জানায়,রবিবার সকালের দিকে রফিকুল অন্যান্য দিনের মতাে তার কর্মস্থল মহিষাখােলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছিলেন। এসময় তিনি ব্রেইন স্ট্রোক করেন। সহকর্মীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,দুপুর পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। রফিকুল ইসলামের মৃত্যুতে তার সহকর্মীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন। রবিবার বাদ আছর রফিকুলের জানাজা শেষে মহিষাখােলা উত্তরপাড়া গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়।

রিলেটেড পোস্ট

Leave a Comment