টিটিসি চুয়াডাঙ্গার আয়োজনে বিএমইটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে ব্র্যাক দলকে হারিয়ে পুলিশ সুপার চুয়াডাঙ্গা দলের জয়লাভ

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  গতকাল বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় চুয়াডাঙ্গার স্থানীয় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের টেনিস গ্রাউন্ডে তিন দিনব্যাপী ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চুয়াডাঙ্গার আয়োজনে বিএমইটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩ গত ১৩ তারিখে শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিম ভুইয়া। টুর্নামেন্টে সর্বমোট আটটি দল খেলায় অংশগ্রহণ করে দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে পুলিশ সুপার চুয়াডাঙ্গা বনাম ব্র্যাক দল চুয়াডাঙ্গা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-০ সেটে ব্রাক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেলা পুলিশ সুপার দল।

খেলা শেষে চ্যাম্পিয়ন পুলিশ সুপার দল চুয়াডাঙ্গা ১০,০০০/-(দশ হাজার) টাকা ও রানার্সআপ ব্র্যাক দল চুয়াডাঙ্গাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার নগদ অর্থ পুরষ্কার প্রদান করে উভয় খেলোয়াড়দের উজ্জীবিত করা হয়।

খেলা উপভোগ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চুয়াডাঙ্গা মোঃ কবীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর আনোয়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল কর্মকর্তা ও টুর্ণামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।

রিলেটেড পোস্ট

Leave a Comment